আফটার সেভ (After Save) মূলত পুরুষদের ব্যবহৃত প্রসাধনী সামগ্রী। সেভ করার সময় ধারালাে ব্লেডের কারণে ত্বকের উপরিভাগের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং নতুন কোষ উদ্ভূত হয়। সেভিং ক্রীমে সাবান জাতীয় পদার্থ, ক্ষার জাতীয় পদার্থ ইত্যাদি থাকায় ক্ষতিগ্রস্ত ত্বকের সংস্পর্শে আসলে জ্বালা পােড়া করে এবং সেখান হতে ক্ষতের সৃষ্টি বা ইনফেকসন হওয়ার সম্ভাবনা থাকে।
সেভ করার পর ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করার জন্য এবং একটা প্রশান্তিময় অনুভূতির জন্য আফটার সেভ ব্যবহার করা হয়। এটি জেল বা লােশন বা ক্রীম বা পাউডার হিসেবে পাওয়া যায়। এটি জীবাণুনাশক ও জীবাণ প্রতিরােধক । প্রসাধনী। আফটার সেভ ক্রীমের pH মান 5.5 যা ত্বকের pH মানের কাছাকাছি।