১.টেবিল এর অনুভূমিক লাইনকে কী বলে?
ক.লাইন
খ.উলম্ব
গ.সারি
ঘ.সংযোগস্থল
উত্তর:গ.সারি
২.টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে?
ক.<box>
খ.<table>
গ.<tab>
ঘ.<hr>
উত্তর:খ.<table>
৩.<tr> ট্যাগ হলো-
ক.table recall
খ.tab row
গ.table repeat
ঘ.table row
উত্তর:ঘ.table row
৪.<td> ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট-
i. align
ii.face
iii.colspan
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : খ.i ও iii
৫.Table তৈরি করতে প্রয়োজনীয় Tag-
i. <th>…….</th>
ii.<tr>…….</tr>
iii.<td>…….</td>
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
৬.টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয়?
i. <tr>
ii.<th>
iii.<td>
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii
৭.কোনো টেবিলের row height বাড়ানোর জন্য নিম্নের কোন attribute ব্যবহৃত হয়?
ক.cellspacing
খ.cellpadding
গ.rowspan
ঘ.colspan
উত্তর:খ.cellpadding
৮.কোন html ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়?
ক.<option>
খ.<frame>
গ.<select>
ঘ.<input>
উত্তর:ক.<option>
৯.টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে?
ক.<table bgcolor=”Yellow”>
খ.<tr bgcolor=”Yellow”>
গ.<td bgcolor=”Yellow”>
ঘ.<tr td bgcolor=”Yellow”>
উত্তর:গ.<td bgcolor=”Yellow”>