HTML ট্যাগ ও সিনটেক্স সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

১. HTML ফাইল তৈরি হয় কিভাবে?

ক) অ্যাট্রিবিউটের সমন্বয়ে

খ) ট্যাগের সমন্বয়ে

গ) ভেল্যুর সাহায্যে

ঘ) ফিল্ডের সমন্বয়ে

উত্তর : খ) ট্যাগের সমন্বয়ে

২.ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে-

ক.টাইটেল

খ.হেড

গ.বডি

ঘ.কনটেন্ট

উত্তর:ঘ.কনটেন্ট

 

৩.এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?

ক.<>

খ.{ }

গ.( )

ঘ.[ ]

উত্তর:ক.<>

 

৪.ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে?

ক.ট্যাগ

খ.Head

গ.Body

ঘ.HTML উপাদান

উত্তর:ঘ.HTML উপাদান

 

৫.কোন html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না?

ক.<h1>

খ.<img>

গ.<tr>

ঘ.<b>

উত্তর:খ.<img>

 

৬.দুই বা ততোধিক HTML এর ডকুমেন্টকে একত্রিত করাকে কী বলে?

ক.হাইপারলিঙ্ক

খ.অ্যাট্রিবিউট

গ.সিনটেক্স

ঘ.ইমেজিং

উত্তর:খ.অ্যাট্রিবিউট

 

৭.HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?

ক.<br>

খ.<b>

গ.<body>

ঘ.</hr>

উত্তর:ক.<br>

 

৮.ওয়েব পেইজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি

ক.<html>…….</html>

খ.<a href=”URL”>………</a>

গ.<font face=”SutonnyMJ”……..</font>

ঘ.<img src=”Board.JPG”width=”100″height=”200″>

উত্তর:ক.<html>…….</html>

 

৯.কিছু কিছু ট্যাগ-

i. বৈশিষ্ট্য প্রকাশ করে

ii.Empty ট্যাগ ব্যবহার হয়

iii.প্রতি ট্যাগ শুরু হয় < > চিহ্ন দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ. i,ii ও iii

উত্তর : ঘ. i,ii ও iii

 

১০.কোনো ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?

i. <img>

ii. <br>

iii. <hr>

নিচের কোনটি সঠিক?

ক.i ও ii

খ.i ও iii

গ.ii ও iii

ঘ. i,ii ও iii

উত্তর : ঘ. i,ii ও iii

 

 

 

 

 

 

 

 

১১. নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না?
i. <br>
ii. <img>
iii. <u>
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ক.i ও ii

উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
<p align=”center”> Bangladesh</P>১২.উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি?
ক.align
খ.center
গ.Bangladesh
ঘ. p
উত্তর:গ.Bangladesh

১৩.উদ্দীপকে এট্রিবিউট ভেলু কোনটি?
ক.align
খ.center
গ.Bangladesh
ঘ.p
উত্তর:খ.center

১৪.নিচের কোনটি এম্পটি ট্যাগ?
ক.<hr>
খ.<td>
গ.<ol>
ঘ.<em>
উত্তর:ক.<hr>

১৫.নিচের কোনটি ফাঁকা ট্যাগ?
ক.<th>
খ.<td>
গ.<br>
ঘ.<em>
উত্তর:গ.<br>

১৬.প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কোনটি?
ক.<p>
খ.<b>
গ.<hr>
ঘ.<i>
উত্তর:ক.<p>

১৭.নিচে কোন ট্যাগটি Italic টেক্সট নির্দেশ করে?
ক.<b>
খ.<tr>
গ.<i>
ঘ.<a>
উত্তর:গ.<i>

১৮.</html> হলো–
ক.ক্লোজিং ট্যাগ
খ.ওপেনিং ট্যাগ
গ.html
ঘ.html ট্যাগ
উত্তর:ক.ক্লোজিং ট্যাগ

১৯. ‘br’ এর HTML tag এ থাকে না-
i. ওপেনিং ট্যাগ
ii.ক্লোজিং ট্যাগ
iii.টেক্সট ফিল্ড
নিচের কোনটি সঠিক?
ক.i ও ii
খ.i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ঘ. i,ii ও iii

২০.এইচটিএমএল কোড<p>H<sup>2</sup>O</p> এর ফলাফল কোনটি?
ক.H2O
খ.H2O
গ.H2O
ঘ.HO2
উত্তর:গ.H2O