পর্যায়কাল কাকে বলে? পর্যায়কালের একক কি?

 

 

 

 

 

 

 

 

 

তরঙ্গস্থিত স্পন্দিত একটি বস্তুকণার একটি পূর্ণ কম্পন বা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে।

অর্থাৎ তরঙ্গ-উৎসের দোলন কালই তরঙ্গের পর্যায়কাল। অথবা,একটি তরঙ্গের পর পর দুটি সমদশাসম্পন্ন কণার মধ্যে সময়ের ব্যবধানকে বলা হয় ঐ তরঙ্গের পর্যায়কাল। পর্যায়কালকে T দ্বারা সূচিত করা হয় এবং এর একক সেকেন্ড (s)। পর্যায়কালকে দোলনকালও বলা হয়।