বিশেষ্য বা বিশেষণ পদকে বিশেষভাবে নির্দেশ করার জন্য যেসব শব্দ বা শব্দাংশ অর্থাৎ অব্যয় বা প্রত্যয় ব্যবহৃত হয়, তাদের পদাশ্রিত নির্দেশক বলে। যেমন : টা, টি, টুক, টুকু, টুকুন, খান, খানা, গাছ, গাছা, গাছি ইত্যাদি।
পদাশ্রিত নির্দেশকের অপর নাম পদাশ্রিত অব্যয়।
পদাশ্রিত নির্দেশকের ব্যবহার দ্বারা আমরা ব্যক্তি বা বস্তুর আকার, আকৃতি, প্রকৃতি ও রূপ সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পারি। যেমন — কলমটি, লোকটা, বইখানা, পানিটুকু, সুতাগাছি।
বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা দেখা যায়। যেমন–
১। একবচনেঃ টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি। যেমন — টাকাটা, বাড়িটি, কাপড়খানা, বইখানি ইত্যাদি।
২। বহুবচনেঃ গুলি, গুলা, গুলো, গুলিন ইত্যাদি। যেমন— মানুষগুলি, আমগুলো, পটলগুলিন ইত্যাদি।
৩। কোনো সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বোঝাতে টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি প্রয়োগ হয়। যেমন— চারটে ভাত, দুধটুক, দুটো ভাত ইত্যাদি।
পদাশ্রিত নির্দেশকের ব্যবহার
পদাশ্রিত নির্দেশকের সাধারণত প্রত্যয়ের মতোই শব্দের শেষে যুক্ত হয় এবং বস্তু বা বিষয়ের আকার, প্রকার ও সংখ্যা পরিমাণ নির্দেশ করে থাকে। এর ফলে পদের অর্থের পরিবর্তন ঘটিয়ে বিশিষ্ট বা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে থাকে। সাধারণত ভাষায় সৌন্দর্য সৃষ্টির জন্য যেমন পদাশ্রিত নির্দেশকের ব্যবহার, তেমনি বক্তব্যকে স্পষ্ট ও অর্থবহ করার জন্যও এগুলোর ব্যবহার হয়। বাংলা ভাষাভাষীর দৈনন্দিন কথাবার্তা এবং সাহিত্য রচনায় পদাশ্রিত নির্দেশকের প্রচুর ব্যবহার লক্ষ করা যায়।
টা, টি : ছেলেটা, কলমটি, লোকটি।
টু, টুকুন, টুকু : একটু দুধ, এটুকুন বাচ্চা, এতটুকুন তেল।
তা, কেত্তা : তিন তা কাগজ, ছয় কেত্তা নোট।
টি, টা, খানা, খানি, গাছ, গাছা, গাছি, গুলা, গুলো, জন, টে, টু, টুক, টুকুন, কেত্তা, রত্তি— এ শব্দাংশগুলো পদাশ্রিত নির্দেশক এবং এরা বিভিন্নভাবে শব্দের সাথে যুক্ত হয়।
অনুশীলনী প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১। পদাশ্রিত নির্দেশক কাকে বলে?
প্রশ্ন-২। পদাশ্রিত নির্দেশক কত প্রকার ও কি কি?
প্রশ্ন-৩। টি টা খানা খানি কিসের উদাহরণ?
প্রশ্ন-৪। এক এর সাথে টা টি যুক্ত হলে কী বোঝায়?
প্রশ্ন-৪। পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
প্রশ্ন-৫। তম কি পদাশ্রিত নির্দেশক?
প্রশ্ন-৬। পদাশ্রিত নির্দেশক ও বিভক্তির পার্থক্য কি?
প্রশ্ন-৭। পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কিসের মতো?
উত্তর : পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় বিভক্তির মতো।
প্রশ্ন-৮। টা টি এর ব্যবহার লিখ।
প্রশ্ন-৯। পদাশ্রিত নির্দেশক অপর নাম কি?