অধ্যায়-৪ : ওয়েব ডিজাইন পরিচিত এবং HTML (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১. ওয়েবপেজ (Webpage) কি?
উত্তর : একটি ওয়েবসাইটের স্বতন্ত্র কোন পেজকে ওয়েবপেজ বলে।

প্রশ্ন-২. ওয়েবসাইট (Website) কি?
উত্তর : একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।

প্রশ্ন-৩. আইপি এড্রেস (IP Address) কাকে বলে?
উত্তর : ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এ ঠিকানাকে আইপি এড্রেস বলে।

প্রশ্ন-৪. ইউআরএল (URL) কি?
উত্তর : কোন ওয়েবপেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL (Universal Resource Unique Locator) হলো ওয়েবসাইটের একক (Unique) ঠিকানা।

প্রশ্ন-৫. ওয়েব ব্রাউজার কি?
উত্তর : ওয়েব ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, উপস্থাপন করা এবং সংরক্ষণ করার একটি এ্যাপ্লিকেশন সফটওয়্যার।

প্রশ্ন-৬. এইচটিএমএল ট্যাগ কি?
উত্তর : এইচটিএমএল ট্যাগ হলো এইচটিএমএল ডকুমেন্টের সাথে এমবেডেড কোডিং নির্দেশবালি।

প্রশ্ন-৭. এইচটিএমএল এলিমেন্ট বলতে কী বুঝায়?
উত্তর : HTML এলিমেন্ট বলতে বুঝায় স্টার্ট ট্যাগ ও ইন্ড ট্যাগের ভেতরের সবকিছু। এদেরকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগও বলে।

প্রশ্ন-৮. হাইপারলিংক কি?

উত্তর : ওয়েবপেজের বিভিন্ন ধরনের তথ্যাবলির ভেতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করার ব্যবস্থাই হচ্ছে হাইপারলিংক। লিঙ্কের সিনটেক্স হলো <a href = “url”><text></a>।

প্রশ্ন-৯. ওয়েবসাইটের কাঠামো বলতে কী বুঝ?
উত্তর : ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকে। প্রতিটি পেজে বিভিন্ন উপাদান থাকে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউটই হলো ওয়েবসাইটের কাঠামো।

প্রশ্ন-১০. ওয়েব পেজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর : ওয়েব পেজ ডিজাইনে এইচটিএমএল (HTML) এর অনেক গুরুত্ব রয়েছে। কারণ এইচটিএমএলের সাহায্যে কোনো পেইজের তথ্যকে যেকোনা স্থানে সরানো যায়, প্রতিটি ব্রাউজার HTML সমর্থন করে, শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ এবং পেজের সাইজ কম হওয়ায় খরচ কম পড়ে।

প্রশ্ন-১১. ওয়েবপেইজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর : ওয়েবপেইজ হলো এইচটিএমএল (HTML) দ্বারা তৈরিকৃত এক ধরনের ওয়েব ডকুমেন্ট যাতে সাধারণত লেখা, অডিও, ভিডিও, ছবি, এনিমেশন ইত্যাদি রাখা যায় এবং ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায়।
অর্থাৎ ওয়েবে কোন তথ্য দেখার জন্য ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন- গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার।
ওয়েব ব্রাউজারের মাধ্যমে দুইটি পদ্ধতিতে ওয়েবে ব্রাউজিং করা হয়। যথা–
i. নির্দিষ্ট অ্যাড্রেস বা ঠিকানার মাধ্যমে ব্রাউজিং।
ii. শব্দ বা বাক্যের মাধ্যমে ব্রাউজিং।

প্রশ্ন-১২. ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব কি?
উত্তর : ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব নিচে দেওয়া হলো–
ওয়েব পেইজে ইমেজ বা গ্রাফিক্স ব্যবহার করে খুব সহজেই টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায়।
ইমেজের মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করলে পাঠকরা খুব সহজে বিষয়টি উপলব্ধি করতে পারে।
ইমেজ ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করে।
ইমেজকে ওয়েবপেজে লিংক হিসেবে বা Navigation Tools হিসাবে ব্যবহার করা যায়।

প্রশ্ন-১৩. HTML এর সুবিধা কি?
উত্তর : নিচে HTML এর সুবিধাগুলো তুলে ধরা হলো–
১। যেকোন ওয়েবপেইজের টেমপ্লেট তৈরি করা যায়।
২। অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে।
৩। ওয়েবপেইজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, অর্থাৎ খরচ কম হয়।
৪। HTML কোন কেস সেনসিটিভ ভাষা নয়।
৫। Syntax সহজ তাই HTML শেখা সহজ।
৬। এটি একটি ইউজার ফ্রেন্ডলি।
৭। যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়।