প্রশ্ন-১. মানবদেহের ছাঁকনি যন্ত্রটি কোন বর্জ্য পদার্থ রক্ত থেকে পৃথক করে?
উত্তর : ইউরিয়া।
প্রশ্ন-২. কোনটি বীজের সুপ্তাবস্থা কাটাতে সাহায্য করে?
উত্তর : জিব্বেরেলিন।
প্রশ্ন-৩. কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক হিসাবে কাজ করে?
উত্তর : অ্যাবসাইসিক এসিড।
প্রশ্ন-৪. মস্তিষ্কের কোন অংশ আমাদের খাদ্য গ্রহণ ও শ্বসন নিয়ন্ত্রণ করে?
উত্তর : মেডুলা।
প্রশ্ন-৫. ফলের অকালে ঝরে পড়া রোধ হয় নিচের কোনটির অভাবে?
উত্তর : অক্সিন।
প্রশ্ন-৬. মানব মস্তিষ্কের প্রধান অংশের নিচের অংশগুলো কী কী?
উত্তর : থ্যালামাস ও হাইপোথ্যালামাস।
প্রশ্ন-৭. ফ্লোরিজেন নামক হরমোন কোথায় উৎপন্ন হয়?
উত্তর : পাতায়।
প্রশ্ন-৮. আম ঝড়ে পড়ার জন্য দায়ী কোনটি?
উত্তর : ইথিলিন।
প্রশ্ন-৯. মানবদেহে রেচন অঙ্গ কয়টি?
উত্তর : ৩।
প্রশ্ন-১০. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টি?
উত্তর : ২টি।
প্রশ্ন-১১. মস্তিষ্কের নিচের অংশ কোনটি?
উত্তর : মেডুলা।
প্রশ্ন-১২. মানবদেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
উত্তর : বৃক্ক।
প্রশ্ন-১৩. আমাদের দেহে শতকরা কতভাগ পানি?
উত্তর : ৬০-৭০।
প্রশ্ন-১৪. নিউরনের প্রধান অংশের নাম কি?
উত্তর : কোষদেহ।
প্রশ্ন-১৫. ফ্যাটি এসিড ও গ্লিসারল কোনটির মাধ্যমে শোষিত হয়?
উত্তর : লাসিকা গ্রন্থি।
প্রশ্ন-১৬. ছোট দিনের উদ্ভিদ কোনটি?
উত্তর : চন্দ্র মল্লিকা।
প্রশ্ন-১৭. দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি?
উত্তর : লঘু মস্তিষ্ক।
প্রশ্ন-১৮. বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটি?
উত্তর : ইথিলিন।
প্রশ্ন-১৯. লঘু মস্তিষ্ক কোথায় অবস্থিত?
উত্তর : গুরুমস্তিষ্কের নিচে ও পশ্চাতে।
প্রশ্ন-২০. কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
উত্তর : অক্ষিপট।
প্রশ্ন-২১. উদ্ভিদের ক্ষতস্থান পূরণে সাহায্য করে কোন হরমোন?
উত্তর : ইন্ডোল অ্যাসেটিক এসিড।
প্রশ্ন-২২. নিউরন কোষ বিভাজিত হয় না কেন?
উত্তর : সেন্ট্রিওল নেই।
প্রশ্ন-২৩. লঘু মস্তিষ্কের কয়টি অংশ?
উত্তর : ৩টি।
প্রশ্ন-২৪. পনসের বিপরীতদিকে অবস্থিত খন্ডাংশকে কী বলে?
উত্তর : সেরিবেলাম।
প্রশ্ন-২৫. ফল, ফুল, বীজ, পাতা ও মূলে কোন হরমোনটি দেখা যায়?
উত্তর : ইথিলিন।
প্রশ্ন-২৬. নিউরনের কোনটি অনুপস্থিত?
উত্তর : সেন্ট্রিওল।
প্রশ্ন-২৭. প্রতিটি প্রতিবর্ত চক্রের কয়টি অংশ থাকে?
উত্তর : ৫টি।
প্রশ্ন-২৮. স্নায়ু তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে কী ঘটে?
উত্তর : প্রতিবর্ত ক্রিয়া।
প্রশ্ন-২৯. স্নায়ু তাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে কোনটির মাধ্যমে পরিবাহিত হয়?
উত্তর : সিন্যাপস।
প্রশ্ন-৩০. যেসব পদার্থ দেহের জন্য ক্ষতিকর ও অপ্রয়োজনীয় তাকে কী বলে?
উত্তর : রেচন পদার্থ।
প্রশ্ন-৩১. কোনটিকে মস্তিষ্কের বোটা বলা হয়?
উত্তর : মেডুলা।
প্রশ্ন-৩২. মস্তিষ্কের কোন অংশ শ্বসন নিয়ন্ত্রণ করে?
উত্তর : মেডুলা।
প্রশ্ন-৩৩. কোনটিকে মূত্র তৈরির কারখানা হিসেবে অভিহিত করা হয়?
উত্তর : বৃক্ক।
প্রশ্ন-৩৪. পাতায় উৎপন্ন হরমোন কোনটি?
উত্তর : ফ্লোরিজেন।
প্রশ্ন-৩৫. কোনটিকে মস্তিষ্কের যোজক বলা হয়?
উত্তর : পনস।
প্রশ্ন-৩৬. গাছের কলমে মূল গজাতে কোন হরমোনটি প্রয়োগ করা হয়?
উত্তর : অক্সিন।
প্রশ্ন-৩৭. নিঃশ্বাসের বায়ুতে শতকরা কতভাগ CO2 থাকে?
উত্তর : ৪।
প্রশ্ন-৩৮. মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
উত্তর : তিনটি।
প্রশ্ন-৩৯. দেহের ভারসাম্য রক্ষা করা মস্তিষ্কেও কোন অংশের কাজ?
উত্তর : পশ্চাৎ বা লঘুমস্তিষ্কের।
প্রশ্ন-৪০. কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
উত্তর : লঘু মস্তিষ্ক।
প্রশ্ন-৪১. লঘু মস্তিষ্কের কোন অংশ অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে?
উত্তর : সেরিবেলাম।
প্রশ্ন-৪২. পনস লঘু মস্তিষ্কের কোথায় অবস্থিত?
উত্তর : সামনে ও নিচে।
প্রশ্ন-৪৩. দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা কোনটির প্রধান কাজ?
উত্তর : স্নায়ুতন্ত্র।
প্রশ্ন-৪৪. ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের ভিতরে অবস্থিত নাসিকা নালির মাধ্যমে কোনটি শোষিত হয়?
উত্তর : স্নেহ পদার্থ।
প্রশ্ন-৪৫. তিনটি রেচন অঙ্গের নাম লিখ।
উত্তর : ফুসফুস, চর্ম ও বৃক্ক।
প্রশ্ন-৪৬. কার্বন ডাই অক্সাইড কীসের মাধ্যমে বের হয়?
উত্তর : ফুসফুসের।
প্রশ্ন-৪৭. কে প্রথম ‘অক্সিন’ হরমোন আবিষ্কার করেন?
উত্তর : চার্লস ডারউইন।
প্রশ্ন-৪৮. কোষদেহ হতে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কী বলে?
উত্তর : অ্যাক্সন।
প্রশ্ন-৪৯. নিউরন কোনটির প্রধান অংশ?
উত্তর : স্নায়ুতন্ত্র।
প্রশ্ন-৫০. কোন হরমোনটি পত্র মুকুলকে পুষ্প মুকুলে পরিণত হয়?
উত্তর : ফ্লোরিজেন।
প্রশ্ন-৫১. পনস গুরুমস্তিষ্ক, লঘুমস্তিষ্ক ও মধ্যমস্তিষ্ককে কীসের সাথে সংযোজিত করে?
উত্তর : সুষুস্না শীর্ষক।
প্রশ্ন-৫২. মস্তিষ্কের নিচের অংশের নাম কী?
উত্তর : মেডুলা বা সুষুস্না শীর্ষক।
প্রশ্ন-৫৩. মেডুলা মস্তিষ্ককে কীসের সাথে সংযোজিত করে?
উত্তর : মেরুরজ্জুর।
প্রশ্ন-৫৪. মস্তিষ্কের বোটা বলা হয় কাকে?
উত্তর : মেডুলা বা সুষুস্না শীর্ষক।
প্রশ্ন-৫৫. মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন, খাদ্যগ্রহণ ও শোষণ ইত্যাদির কাজ নিয়ন্ত্রণ করে?
উত্তর : মেডুলা।
প্রশ্ন-৫৬. মেরুরজ্জু কোথায় সংরক্ষিত থাকে?
উত্তর : মেরুদণ্ডের মধ্যে।
প্রশ্ন-৫৭. শ্বেত পদার্থের ভিতর দিয়ে আজ্ঞাবাহী এবং অনুভূতিবাহী স্নায়ুতন্ত্র যাতায়াত করে –
উত্তর : মেরুরজ্জু।
প্রশ্ন-৫৮. যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না তাকে কী বলে?
উত্তর : প্রতিবর্ত ক্রিয়া
উত্তর : রেচন।
প্রশ্ন-১. মস্তিষ্ক কি?
উত্তর : সমগ্র স্নায়ুতন্ত্রের চালকই হলো মস্তিষ্ক।
প্রশ্ন-২. ফ্লোরিজেন কি?
উত্তর : ফ্লোরিজেন হলো এক প্রকার হরমোন, যা পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। তাই ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন হয়।
প্রশ্ন-৩. নিউরন কাকে বলে?
উত্তর : স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একককে নিউরন বলে।
প্রশ্ন-৪. হরমোন কাকে বলে?
উত্তর : যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলি নিয়ন্ত্রণ করে তাকেই হরমোন বলে।
প্রশ্ন-৫. ফাইটোহরমোন কাকে বলে?
উত্তর : উদ্ভিদদেহে উৎপাদিত বিশেষ যে জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি হয়ে থাকে তাকে ফাইটোহরমোন বলে।
উত্তর : স্নায়ুর ভিতর দিয়ে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হওয়াকেই স্নায়ু তাড়না বলে।
উত্তর : যে সব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদেরকে প্রতিবর্তী ক্রিয়া বলে।