আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হওয়ার সময় আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে ঘন মাধ্যমের অভ্যন্তরে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। আলোকরশ্মির এ ধর্মকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হলে আলোকরশ্মিকে ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হতে হবে এবং আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে।