পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হওয়ার সময় আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বেশি হলে আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে ঘন মাধ্যমের অভ্যন্তরে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। আলোকরশ্মির এ ধর্মকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হলে আলোকরশ্মিকে ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আপতিত হতে হবে এবং আপতন কোণের মান সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে।