অবলোহিত রশ্মি কি? অবলোহিত রশ্মির ব্যবহার।

 

 

 

 

 

 

 

 

 

 

বর্ণালিতে ১০-৩ মিটার থেকে ৪ × ১০ মিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো হলো অবলোহিত রশ্মি। একে অবলোহিত বিকিরণও বলা হয়। অবলোহিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোক তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়। তবে একে খালি চোখে দেখা যায় না। সূর্য, কাঠের আগুন, ইত্যাদি অবলোহিত রশ্মি।

অবলোহিত রশ্মির ব্যবহার
১. মাংসপেশির ব্যথা নিরাময়ে;
২. অন্ধকারে ছবি তুলতে;
৩. আবহাওয়ার পূর্বাভাস দিতে;
৪. চর্ম ও বাতের চিকিৎসায় এবং
৫. শিল্পকারখানায়।

রোগ নিরাময়ে অবলোহিত রশ্মি

  • মানুষের শরীরে বিভিন্ন ধরনের ব্যথা। যেমন– হাড়ের ক্ষয়জনিত ব্যথা, মাংশপেশীর টানজনিত ব্যথা, বাতের ব্যথা প্রভৃতি নিরাময়/প্রশমনে IR রশ্মি প্রয়োগ করা হয়।
  • উচ্চ রক্তচাপ, অস্বাভাবিক রক্ত সঞ্চালনের জন্য দুর্বল হৃৎপিন্ডের চিকিৎসায় IR প্রয়োগ করা হয়।
  • IR চিকিৎসায় শরীরের তাপমাত্রা 42°C তাপমাত্রা পর্যন্ত উঠে। ফলে ক্যান্সার কোষ মারা যায়।
  • IR তাপ শরীরের মধ্যে প্রবেশ করে ক্যান্সার কোষকে সরাসরি আক্রমণ করতে পারে।