তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে এক কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে বা এক অ্যাম্পিয়ার বিদ্যুৎ এক সেকেন্ড যাবৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে যে পরিমাণ ভর সঞ্চিত বা দ্রবীভূত হয় তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক (Electrochemical equivalent) বলে।

তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন। প্লাটিনাম তড়িৎদ্বারের উপস্থিতিতে সামান্য এসিড বা ক্ষার মিশ্রিত পানির মধ্যে দিয়ে 1 কুলম্ব তড়িৎ পাঠালে ক্যাথোডে উৎপন্ন H2 গ্যাসের পরিমাণ হয় 0.0000104g.

সুতরাং হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাংক = 0.0000104g/কুলম্ব

অনুরূপে, সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাংক = 0.001118g/কুলম্ব

কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাংক = 0.000329g/কুলম্ব

তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = পারমাণবিক ভর/যোজনী × 96500

Ag এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 বলতে কী বুঝায়?
Ag এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 0.001118 বলতে বুঝায়, এক কুলম্ব তড়িৎ প্রবাহ চালনা করলে 0.001118 g পরিমাণ Ag তড়িদদ্বারে সঞ্চিত অথবা তড়িদদ্বার হতে দ্রবণে দ্রবীভূত হবে।