ঘর্ষণ কি? ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা

 

 

 

 

 

 

 

ঘর্ষণ হল এক ধরনের বাধাদানকারী বল, যা বস্তুর গতিকে মন্থর করে অর্থাৎ ঋণাত্মক ত্বরণ সৃষ্টি করে। যে তলের ঘর্ষণ যতবেশি হবে সে তলে কোন বস্তুকে গতিশীল করতে তত বেশি বল প্রযুক্ত করতে হবে।

ঘর্ষণের সুবিধা এবং অসুবিধা
কোন কোন ক্ষেত্রে ঘর্ষণজনিত বল আমাদের উপকারে আসে এবং কোন কোন ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে। এখন আমরা ঘর্ষণের সুবিধা ও অসুবিধা আলােচনা করব।

সুবিধা : ঘর্ষণজনিত বাধার জন্যে রাস্তায় হাঁটা, কাঠে স্ক্রু পুঁতে রাখা, বেল্টের সাহায্যে যন্ত্রপাতি ঘুরানাে, দেয়ালে ঠেস দিয়ে মাটিতে মই রাখা, দেয়াশলাই হতে আগুন পাওয়া, সেতারে ঝংকার তােলা, যাঁতায় গম পেষা সম্ভব হয়। কোন কোন ক্ষেত্রে যেমন উচু রাস্তায় বালি ছড়িয়ে যানবাহন উঠাতে, ব্রেক চেপে গাড়ি থামাতে ঘর্ষণ বল বাড়ানাের প্রয়ােজন হয়ে পড়ে।
অসুবিধা : যন্ত্রপাতির পরস্পরের সংস্পর্শে অবস্থিত বিভিন্ন অংশের ঘর্ষণের ফলে প্রচুর তাপের সৃষ্টি হয় এবং যন্ত্রপাতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। এ কারণে যন্ত্রপাতির পরস্পর সংস্পর্শে অবস্থিত গতিশীল অংশে সুবিধামত পিচ্ছিল তরল পদার্থ অথবা ধাতব পদার্থের গুঁড়া, অথবা গােলাকার ধাতব পদার্থ ব্যবহার করে ঘর্ষণ বল কমিয়ে দেয়া হয়।