ক্যালসিয়াম অক্সাইড কি? ক্যালসিয়াম অক্সাইডের সংকেত ও ব্যবহার What is Calcium Oxide?

 

 

 

 

 

 

 

 

ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে বহুল ব্যবহৃত একটি রাসায়নিক যৌগ। এর রাসায়নিক সংকেত CaO। এটি সাধারণত চুন বা কুইক লাইম নামে পরিচিত। কক্ষতাপমাত্রায় এটি সাদা, ক্ষারীয়, স্ফটিকাকার কঠিন পদার্থ।

 

ক্যালসিয়াম অক্সাইড এর ব্যবহার

i. দালানকোঠা নির্মাণে : দালানকোঠা হোয়াইট ওয়াশ করতে CaO এর পাতলা দ্রবণ বা লাইম ওয়াটার ব্যবহৃত হয়।

ii. কৃষিক্ষেত্রে : ক্যালসিয়াম অক্সাইড থেকে প্রক্রিয়াজাত করে উৎপন্ন মিল্ক অফ লাইম ফসলের পোকামাকড় দমনে ব্যবহৃত হয়।

iii. রাসায়নিক শিল্পে : শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ যৌগ যেমন– সোডা লাইম উৎপাদন ও ধাতু নিষ্কাশনে বিগালক হিসেবে এটি ব্যবহৃত হয়।