অসম ত্বরণ কাকে বলে?

 

 

 

 

 

 

 

অসম ত্বরণ : বেগ বৃদ্ধির হার যদি সমান না থাকে তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে। মনে করি, যাত্রা শুরু করার 2s পরে কোন বস্তুর বেগ 2 ms-1, 3s পরে বস্তুর বেগ 5 ms-1 এবং 4s পরে বস্তুর বেগ 10 ms-1। এক্ষেত্রে বেগ বৃদ্ধির হার সমান নয় বলে এই ত্বরণ অসম ত্বরণ।