স্পন্দন গতি কাকে বলে? গতি স্পন্দন গতির উদাহরণ

 

 

 

 

 

 

 

পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। দোলনার গতিদেয়ালঘড়ির দোলকের গতি স্পন্দন গতির উদাহরণ।

স্পন্দন গতির অপর নাম দোলন গতি