মিথেন কি? মিথেনের উৎস কি কি? What is Methane?

 

 

 

 

 

 

 

মিথেন হচ্ছে একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত CH
4। এটি একটি অ্যালকেন এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। এ মিথেনের দহনে কার্বন ডাই-অক্সাইড, পানি ও তাপশক্তি উৎপন্ন হয়।

মিথেনের উৎস
মিথেনের প্রধান উৎসগুলো হলো:
১. গৃহপালিত পশুর বর্জ্য, ২. প্রাণিজ ও জলজ উদ্ভিদের পচন, ৩. শস্য চাষাধীন জলাভূমি, ৪. উইপোকা, ৫. জৈব জ্বালানির দহন, ৬. ভূমিধ্বস, ৭.প্রাকৃতিক গ্যাসের অপচয়, ৮. কয়লা উত্তোলন, ৯. প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র।

এখানে যা শিখলাম–
মিথেন কি?; মিথেনের রাসায়নিক সংকেত কি?; প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?; মিথেনের উৎস কি কি?;