দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার নেটওয়ার্ক, অষ্টম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১. নেটওয়ার্ক প্রধানত কয়টি?
উত্তর : ৪টি।

প্রশ্ন-২. ফেসবুক কি?
উত্তর : সামাজিক নেটওয়ার্ক।

প্রশ্ন-৩. NIC কীসের নাম?
উত্তর : এডাপ্টরের।

প্রশ্ন-৪. Router শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
উত্তর : Route।

প্রশ্ন-৫. NIC এর পূর্ণরূপ কি?
উত্তর : Network Interface Card।

প্রশ্ন-৬. WAN এর পূর্ণরূপ কি?
উত্তর : Wide Area Network।

প্রশ্ন-৭. রাউটারের প্রধান কাজ কি?
উত্তর : উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া।

প্রশ্ন-৮. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
উত্তর : পিপীলিকা।

প্রশ্ন-৯. অপটিক্যাল ফাইবার কী?
উত্তর : অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু।

প্রশ্ন-১০. NIC কীসের সাথে সম্পর্কিত?
উত্তর : নেটওয়ার্কের সাথে

প্রশ্ন-১১. নতুন পৃথিবীর সম্পদ কি?
উত্তর : তথ্য।

প্রশ্ন-১২. নেটওয়ার্ক তৈরিতে কোনটি প্রয়োজন?
উত্তর : নিক (NIC) কার্ড।

প্রশ্ন-১৩. http এর পূর্ণরূপ কি?
উত্তর : Hyper text transfer protocol।

প্রশ্ন-১৪. DSL-এর পূর্ণরূপ কি?
উত্তর : Digital Subscribers Line।

প্রশ্ন-১৫. সার্ভার কি?
উত্তর : শক্তিশালী কম্পিউটার।

প্রশ্ন-১৬. HTTP নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
উত্তর : ইন্টারনেট।

প্রশ্ন-১৭. স্যাটেলাইটকে পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে রাখা যায়?
উত্তর : ৩৬ হাজার।

প্রশ্ন-১৮. ব্যক্তিগত পর্যায়ের নেটওয়ার্ক কোনটি?
উত্তর : PAN।

প্রশ্ন-১৯. বর্তমানে মাদারবোর্ডের সাথে কোনটি Built in থাকে?
উত্তর : LAN CARD।

প্রশ্ন-২০. একটি নেটওয়ার্কে কয়টি সার্ভার থাকতে পারে?
উত্তর : অনেকগুলো।

প্রশ্ন-২১. শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কী বলে?
উত্তর : MAN।

 

 

 

 

 

প্রশ্ন-২২. কোন টপোলজি একটি কেন্দ্রীয় Hub এর সাথে সংযুক্ত থাকে?
উত্তর : স্টার।

প্রশ্ন-২৩. স্যাটেলাইট কত সময়ে একবার ঘুরলে পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হবে?
উত্তর : ২৪ ঘন্টায়।

প্রশ্ন-২৪. কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
উত্তর : রিং টপোলজি।

প্রশ্ন-২৫. বর্তমানে যেকোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় কোনটি ব্যবহার করা যায়?
উত্তর : সুইচ।

প্রশ্ন-২৬. ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ ও ব্যবহার করা যায় কোনটির মাধ্যমে?
উত্তর : ড্রপবক্স।

প্রশ্ন-২৭. কত সালে মহাকাশে প্রথমবার জিওস্টেশনারি স্যাটেলাইট স্থাপনা করা হয়?
উত্তর : ১৯৬৪ সালে।

প্রশ্ন-২৮. কোনটি সার্ভার থেকে তথ্য নেয়?
উত্তর : ক্লায়েন্ট।

প্রশ্ন-২৯. প্রত্যেকটি কম্পিউটার কোন টপোলজির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে?
উত্তর : মেশ।

প্রশ্ন-৩০. কোন তারিখে “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” মহাকাশে প্রেরণ করা হয়?
উত্তর : ১২ মে ২০১৮।

প্রশ্ন-৩১. কী কারণে স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায়?
উত্তর : মধ্যাকর্ষণ বলের কারণে।

প্রশ্ন-৩২. ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কযুক্ত থাকার অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র কোনটি?
উত্তর : Modem।

প্রশ্ন-৩৩. কম্পিউটারের সাথে যুক্ত প্রিন্টার, ব্লুটুথ, শেয়ার ইট-এর মাধ্যমে তথ্য আদান-প্রদান কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত?
উত্তর : PAN।

প্রশ্ন-৩৪. কোন টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়?
উত্তর : বাস।

প্রশ্ন-৩৫. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হলো রিসোর্স–
উত্তর : ভাগাভাগি করা।

প্রশ্ন-৩৬. সচরাচর একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো–
উত্তর : MAN।

প্রশ্ন-৩৭. যে সব কম্পিউটার সার্ভার থেকে তথ্য গ্রহণ করে, তাকে বলে–
উত্তর : ক্লায়েন্ট।প্রশ্ন-৩৮. কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়?

উত্তর : রিং।প্রশ্ন-৩৯. একসঙ্গে কয়েকটি কম্পিউটার জুড়ে দিয়ে তথ্য আদান প্রদানকে কী বলে?
উত্তর : কম্পিউটার নেটওয়ার্ক।

প্রশ্ন-৪০. সত্যিকারের নেটওয়ার্কে কতটি কম্পিউটার থাকে?
উত্তর : অসংখ্য কম্পিউটার।

প্রশ্ন-৪১. সমুদ্রের তলদেশ দিয়ে আলোক সিগনাল পাঠানোর মাধ্যমকে কী বলা হয়?
উত্তর : সাবমেরিন ক্যাবল।প্রশ্ন-৪২. ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নিচের কোনটি বড় ভূমিকা রাখতে পারে?
উত্তর : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

প্রশ্ন-৪৩. যে জিনিস ব্যবহার করে কম্পিউটারগুলোকে জুড়ে দেয়া হয় তাকে কী বলে?
উত্তর : মিডিয়া।

প্রশ্ন-৪৪. ‘বৈদ্যুতিক তার’ এক ধরনের–
উত্তর : মিডিয়া।

প্রশ্ন-৪৫. নিচের কোন Deviceটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত?
উত্তর : Router।