ডায়নামো কাকে বলে? ডায়নামো কত প্রকার ও কি কি? What is Dynamo?

 

 

 

 

 

 

 

 

 

 

ডায়নামো কাকে বলে? (What is called Dynamo in Bengali/Bangla?)
যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে জেনারেটর বা ডায়নামো (Dynamo) বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে ডায়নামো তৈরি করা হয়। ঘরবাড়ি, কারখানায় তড়িৎ সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়।
ডায়নামোর প্রকারভেদ (Types of Dynamo)
ডায়নামো দুই প্রকার। যথা-
১। পরিবর্তী প্রবাহ ডায়নামো বা AC ডায়নামো এবং
২। একমুখী প্রবাহ ডায়নামো বা DC ডায়নামো।
জেনারেটর বা ডায়নামোর নীতি (Principle of Generator or dynamo) : জেনারেটর বা ডায়নামোর ক্রিয়া নীতি তড়িৎ-চুম্বকীয় আবেশের ওপর প্রতিষ্ঠিত। এই যন্ত্রে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। যদি কোন বদ্ধ কুণ্ডলীকে কোন চৌম্বকক্ষেত্রে অবিরত ঘুরানো হয় তবে বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক বলরেখার পরিবর্তন ঘটে। সুতরাং বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয়। এ কুণ্ডলীর দু প্রান্ত কোনো বহিঃবর্তনীর সাথে যুক্ত করলে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ চলে। এই আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের মান কুণ্ডলীর পাকসংখ্যা, চুম্বকের শক্তি ও আবর্তন বেগের উপর নির্ভরশীল।