উষ্ণতামিতিক পদার্থ কি? উষ্ণতামিতিক পদার্থের ব্যবহার

 

 

 

 

 

 

 

 

 

যে সকল পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদেরকে তাপমিতিক বা উষ্ণতামিতিক পদার্থ বলে।

উষ্ণতামিতিক পদার্থের ব্যবহার
বিভিন্ন পরিসরের উষ্ণতা নির্ণয়ের জন্য সুবিধা অনুযায়ী বিভিন্ন উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করা হয়। সাধারণত উষ্ণতামিতিক পদার্থের বা তার ধর্মের ওপর ভিত্তি করে থার্মোমিটারের নামকরণ করা হয়। যেমন- পারদ থার্মোমিটার, রোধ থার্মোমিটার, গ্যাস থার্মোমিটার প্রভৃতি।