উচ্চধাপী ট্রান্সফরমার কাকে বলে? উচ্চধাপী ট্রান্সফরমারের বৈশিষ্ট্য কি?

 

 

 

 

 

 

 

 

 

যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে উচ্চধাপী ট্রান্সফরমার (Step up Transformer) বলে।

 

উচ্চধাপী ট্রান্সফরমারের বৈশিষ্ট্যঃ

উচ্চধাপী ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে বেশি বিভবের অল্প তড়িৎ প্রবাহে পরিণত করে। উচ্চধাপী ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীতে পাকসংখ্যা বেশি থাকে। কুণ্ডলীদ্বয়ের তড়িচ্চালক শক্তি এদের পাকসংখ্যার সমানুপাতিক।