আদর্শ বীজতলা কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

যে বীজতলার আকার, আকৃতি, সার প্রয়োগ, মাটি প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ সঠিক নিয়মে করা হয় তাকে আদর্শ বীজতলা বলে। এ বীজতলার আকার হবে ১০ মি. × মি.।

 

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। আদর্শ বীজতলা তৈরির জন্য ২০ বর্গমিটারের বেডে কত পরিমাণ গোবর সার লাগবে?

ক) ৪০ কেজি

খ) ৩০ কেজি

গ) ২৫ কেজি

ঘ) ১০ কেজি

সঠিক উত্তর : ক) ৪০ কেজি

 

২। একটি আদর্শ ধান বীজতলার বৈশিষ্ট্য হচ্ছে–

i. বীজতলার আকার ৯.৫ মিটার × ১.৫ মি.

ii. বীজতলার উচ্চতা হবে ৭ – ১০ সে.মি.

iii. বীজতলার প্রতি বর্গমিটারে ১ কেজি হারে গোবর সার মাটির সাথে মেশাতে হবে।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i, ii ও iii

ঘ) i ও iii

সঠিক উত্তর : ক) i ও ii

 

৩। ধানের জন্য বীজতলা কতভাবে তৈরি করা হয়?

ক) ২

খ) ৩

গ) ৪

ঘ) ৫

সঠিক উত্তর : ক) ২

 

৪। শুকানো বীজতলার জন্য কোন ধরনের মাটি উপযুক্ত?

ক) বেলে দোআঁশ

খ) এঁটেল

গ) বেলে

ঘ) পলি

সঠিক উত্তর : ক) বেলে দোআঁশ

 

৫। কাদাময় বীজতলার জন্য কোন মাটি উত্তম?

ক) বেলে দোআঁশ

খ) এঁটেল

গ) বেলে

ঘ) পলি

সঠিক উত্তর : খ) এঁটেল

 

৬। আদর্শ বীজতলার আকার কত হবে?

ক) ৫ মি. × ১ মি.

খ) ৯.৫ মি. × ১.৫ মি.

গ) ১.৫ মি. × ১ মি.

ঘ) ২০ মি. × ১ মি.

সঠিক উত্তর : খ) ৯.৫ মি. × ১.৫ মি.

 

৭৷ দুটি বীজতলার মাঝে কত সে.মি. জায়গা নালার জন্য রাখতে হয়?

ক) ৩৫

খ) ৪০

গ) ৫০

ঘ) ৫৫

সঠিক উত্তর : গ) ৫০