অগ্রগামী তরঙ্গ কাকে বলে? অগ্রগামী তরঙ্গের উদাহরণ

 

 

 

 

 

 

 

 

 

 

যদি কোনো তরঙ্গ কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হতে থাকে, তবে তাকে অগ্রগামী তরঙ্গ বলে।
উদাহরণ: পুকুরের পানিতে ঢিল ছুঁড়লে আড় তরঙ্গের সৃষ্টি হয়। ঢেউ বা তরঙ্গ পানির মধ্যে দিয়ে কিনারার দিকে ক্রমাগত অগ্রসর হতে থাকে। সুতরাং পানির ঢেউ অগ্রগামী আড় তরঙ্গ।