সরল ছন্দিত স্পন্দন কাকে বলে? সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য

 

 

 

 

 

 

 

 

যদি কোন পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরলরৈখিক হয় এবং এর ত্বরণ সাম্যাবস্থান থেকে এর সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সবসময় সাম্যাবস্থান অভিমুখী হয়, তাহলে বস্তুকণার ঐ গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে।

সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য
১. এটি একটি পর্যাবৃত্ত গতি।
২. এটি একটি স্পন্দন গতি।
৩. এটি একটি সরলরৈখিক গতি।
৪. যে কোন সময় ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক।
৫. ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অর্থাৎ সাম্যাবস্থান অভিমুখী।

 

 

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–

১। সকল সরল ছন্দিত স্পন্দনশীল কণিকাকে কী বলা হয়?

উত্তর : সরল ছন্দিত স্পন্দক।

২। সরল ছন্দিত স্পন্দনরত কোনো বস্তু এর সাম্যাবস্থানে এলে কি ঘটে?

উত্তর : এতে গতি জড়তা বিদ্যমান থাকে।

৩। বিনা বাধায় স্প্রিং-এর সংকোচন বা প্রসারণ কিসের উদাহরণ?

উত্তর : সরল ছন্দিত গতি।

৪। সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার সরণ ও ত্বরণের দশা পার্থক্য কত?

উত্তর : 0°

৫। কৌণিক বিস্তার কত হওয়া উচিত?

উত্তর : 4°