সরণ কি? সরণ কোন ধরনের রাশি? সরণের একক কি?

 

 

 

 

 

 

 

 

 

নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সরণ। সুতরাং নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। সরণ একটি ভেক্টর রাশি। একে s দ্বারা প্রকাশ করা হয়।
সরণের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ [L] এবং একক হলো দৈর্ঘ্যের একক অর্থাৎ মিটার (m)।