সমত্বরণ কাকে বলে? সমত্বরণের উদাহরণ

 

 

 

 

 

 

 

কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, তাহলে সে ত্বরণকে সমত্বরণ বলে।
সমত্বরণের একটি উদাহরণ হলো অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ। যদি একটি বস্তু ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়তে থাকে তখন তার ত্বরণ হয় ৯.৮ ms−2 ।
অর্থাৎ বস্তুটি যখন ভূ-পৃষ্ঠের দিকে আসতে থাকে তখন এর বেগ প্রতি সেকেন্ডে ৯.৮ ms−১  করে বাড়তে থাকে। উঁচু থেকে একটি বস্তু ছেড়ে দিলে প্রথম সেকেন্ডে এর বেগ বাড়ে ৯.৮ ms−১, দ্বিতীয় সেকেন্ডে বেগ বাড়ে ৯.৮ ms−১। তৃতীয় সেকেন্ডেও বাড়বে ৯.৮ ms−১। এরূপ প্রতি সেকেন্ডে এর বেগ ৯.৮ ms−১ করে বাড়তে থাকে। এখানে ভূ-কেন্দ্রের দিকে একই হারে বেগ বাড়তে থাকার কারণে সব সময়ই বস্তুর একই ত্বরণ হচ্ছে। তাই এটি সমত্বরণ।