গড় ত্বরণ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

কোন একটি গতিশীল বস্তুর বেগের পরিবর্তন এবং ঐই পরিবর্তনের জন্য ব্যয়িত সময় এর ভাগফলকে গড় ত্বরণ বলে।
গড় ত্বরণ একটি নির্দিষ্ট সময় ব্যবধানে কোনো বস্তুর বেগ কোন দিকে কত পরিবর্তিত হয়েছে তা নির্দেশ করে। বেগ ও সময় সারণি এবং বেগ বনাম সময় লেখচিত্র থেকে গড় ত্বরণ নির্ণয় করা যায়।