সাইনোভিয়াল রস কাকে বলে? অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

সাইনোভিয়াল অস্থিসন্ধিস্থলে এক প্রকার তৈলাক্ত পদার্থ থাকে যাকে সাইনোভিয়াল রস বলে। এর উপস্থিতির কারণে অস্থিতে অস্থিতে ঘর্ষণ কমে যায়। ফলে ঘর্ষণজনিত অস্থির ক্ষয় হ্রাস পায় এবং অস্থির নড়াচড়ায় কম শক্তির প্রয়োজন হয়।

 

অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য কি?

অস্থি ও তরুণাস্থির মধ্যে বেশকিছু পার্থক্য দেখা যায়। নিচে এদের পার্থক্যগুলো উল্লেখ করা হলো–

অস্থি

  • অস্থি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা।
  • অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ।
  • অস্থিকোষগুলো মাতৃকার মধ্যে ছড়ানো থাকে।
  • অস্থিকোষকে বলা হয় অস্থিওব্লাস্ট।
  • অস্থির কোষগুলো শাখা-প্রশাখাযুক্ত এবং দেখতে অনেকটা মাকড়সার মতো।

 

তরুণাস্থি

  • তরুণাস্থি অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক কলা।
  • তরুণাস্থি যোজক কলার ভিন্নরূপ।
  • তরুণাস্থির কোষগুলো মাতৃকার মধ্যে একক বা জোড়ায় জোড়ায় ঘনভাবে মাতৃকাতে বিস্তৃত থাকে।
  • তরুণাস্থির কোষকে বলা হয় কন্ড্রিওব্লাস্ট।
  • তরুণাস্থির কোষগুলো সাধারণত গোলাকার।