অ্যামাইটোসিস কি? What is Amitosis?

 

 

 

 

 

 

 

 

 

অ্যামাইটোসিস (Amitosis) হচ্ছে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যা প্রধানত নিম্ন শ্রেনির জীবে (যেমন- এক কোষী প্রাণী – ব্যাক্টেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি) দেখা যায়। এ প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস কোন জটিল পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এ ধরনের কোষ বিভাজনই সরলতম কোষ বিভাজন। একে ক্যারিওস্টেনোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। একে অনেক সময় দ্বিবিভাজনও বলা হয়।

এই প্রক্রিয়াটি সর্বপ্রথম ওয়ালথার ফ্লেমিং বর্ণনা করেন।