প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু এবং প্রসঙ্গ বস্তু কাকে বলে?

 

 

 

 

 

 

 

প্রসঙ্গ কাঠামো : স্থির বা গতিশীল বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যে স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।
প্রসঙ্গ বিন্দু : যে বিন্দু সাপেক্ষে অন্য কোন বস্তুর অবস্থান বা অবস্থানের পরিবর্তন অর্থাৎ স্থিতি বা গতি নির্ধারণ করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলে।
প্রসঙ্গ বস্তু : যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করি তাকে প্রসঙ্গ বস্তু বলে। প্রসঙ্গ বস্তু পরিবর্তনের সাথে সাথে কোন বস্তুর স্থিতিশীলতা বা গতিশীলতারও পরিবর্তন হয়।