যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে।
পলিমারকরণ বিক্রিয়া দুই প্রকার। যথা–
- সংযোজন পলিমারকরণ বিক্রিয়া।
- ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া।
১. সংযোজন পলিমারকরণ বিক্রিয়া : যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে।
২. ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া : যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন : H2O, CO2 ইত্যাদি অপসারণ করে তাকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে।