এক খণ্ড শুকনা কাঠের এক প্রান্ত পানিতে ডুবালে ঐ কাঠের খণ্ডটি কিছু পানি টেনে নেবে। আমরা জানি, কলয়েড জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থ শুষে নেয়, এ জন্যই কাঠের খণ্ডটি পানি টেনে নিয়েছে। এ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে।
অর্থাৎ, কলয়েড জাতীয় শুকনা বা আধাশুকনা পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবিশন। সেলুলােজ, স্টার্চ, জিলাটিন এগুলাে হাইড্রোফিলিক (পানিপ্রিয়) পদার্থ। এরা তরল পদার্থের কাছে এলে তা শুষে নেয়, আবার তরল পদার্থের না থাকলে সংকুচিত হয়ে যায়। কোষপ্রাচীর ও প্রােটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শুষে নিয়ে স্ফীত হয়ে ওঠে। পানি শােষণের এটি একটি অন্যতম প্রক্রিয়া।
ইমবাইবিশনের বৈশিষ্ট্য
ইমবাইবিশনের বৈশিষ্ট্য হলো–
i. কলয়েডধর্মী পদার্থের ঘটে।
ii. হাইড্রোফিলিক পদার্থের সংকোচন-প্রসারণ ঘটায়।