F = ma বলতে কী বুঝায়?

 

 

 

 

 

 

 

উত্তর : নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটি সম্পর্ক প্রতিপাদন করতে পারি। তা হচ্ছে, F = ma। এ সমীকরণ অনুসারে,

i. m ভরের কোন বস্তু a ত্বরণে চলতে থাকলে বস্তুটির উপর প্রযুক্ত বল F এর মান হবে, F = ma

ii. m ভরের কোন বস্তুর উপর F বল প্রযুক্ত হলে বলের ক্রিয়া অভিমুখে তার বেগ প্রতি সেকেন্ড F/m পরিমাণ পরিবর্তিত হবে।

iii. ত্বরণের উৎসই বল। বলের অভিমুখই ত্বরণ হবে।