স্থিতি ও গতি কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

স্থিতি (Rest) : সময়ের পরিবর্তনের সাথে সাথে চারপাশের পরিবেশের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয়, তবে ঐ বস্তুকে স্থির বস্তু বলে এবং বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকার ঘটনাকে স্থিতি বলে। যেমন– গাছপালা, বাড়িঘর, লাইটপোস্ট ইত্যাদিকে সব সময় চারপাশের পরিবেশের সাপেক্ষে স্থির বিবেচনা করা হয়।

গতি (Motion) : সময়ের পরিবর্তনের সাথে সাথে চারপাশের পরিবেশের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয়, তবে ঐ বস্তুকে গতিশীল বস্তু বলে এবং বস্তুর অবস্থান পরিবর্তনের ঘটনাকে গতি বলে। যেমন– চলন্ত, বাস ইত্যাদি।