সরল ছন্দিত গতি কাকে বলে? সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য

 

 

 

 

 

 

যদি কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বল বা ত্বরণ সাম্যাবস্থান থেকে এর সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হয়, তাহলে বস্তুর এই গতিকে সরল ছন্দিত গতি বলে।

সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য
১. এটি একটি পর্যাবৃত্ত গতি।
২. এটি একটি স্পন্দন গতি।
৩. এটি একটি সরল রৈখিক গতি।
৪. যেকোনো সময় বল বা ত্বরণের মান সাম্যাবস্থান বা মধ্যাবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক।
৫. বল বা ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী।