কোনো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সাম্যাবস্থায় থাকাকালীন যদি বিক্রিয়ার তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যেন তাপ, চাপ বা ঘনমাত্রার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়”। একে লা শাতেলিয়ার নীতি বলে। যা সাম্য নীতি বলেও পরিচিত।