কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে কোন স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বা প্রজেক্টাইল বলে।
বাতাসের বাধা বা অন্যান্য ঘর্ষণজনিত বল কার্যকর না থাকলে প্রাসের গতিপথ দ্বিমাত্রিক হয় এবং তা একটিমাত্র প্যারাবোলা বা পরাবৃত্তের (অধিবৃত্তের) সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়।
যে বেগে একটি প্রাসকে নিক্ষেপ করা হয়, তাকে নিক্ষেপণ বেগ এবং অনুভূমিক দিকের সাথে যে কোণে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ কোণ বলে।
উদাহরণঃ উর্ধ্বে নিক্ষিপ্ত বর্শা, তীর, ঢিল ইত্যাদি।
‘প্রাসের গতি সমত্বরণে দ্বিমাত্রিক গতির একটি উৎকৃষ্ট উদাহরণ’– ব্যাখ্যা কর।
কোনো বস্তু সমত্বরণে চলতে হলে তার উপর প্রযুক্ত বল ধ্রুব থাকতে হবে। ভূপৃষ্ঠের কাছাকাছি অল্প উচ্চতার ব্যবধানে অভিকর্ষজ বল ধ্রুব থাকে ফলে বস্তুর ত্বরণও ধ্রুব হয়। ভূপৃষ্ঠের সাথে তীর্যকভাবে কোনো বস্তু নিক্ষেপ করা হলে এর গতিপথ একটি উল্লম্ব তলে সীমাবদ্ধ থাকে এবং এর ত্বরণ ধ্রুব হয়। সুতরাং বলা যায় ‘প্রাসের গতি সমত্বরণে দ্বিমাত্রিক গতির একটি উৎকৃষ্ট উদাহরণ।’