ডপলার ক্রিয়া কি বা কাকে বলে? (What is Doppler effect in Bengali/Bangla?)
শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতির ফলে শ্রুত শব্দের কম্পাঙ্কের যে আপাত পরিবর্তন হয় তাকে ডপলার ক্রিয়া বলে। ডপলার ক্রিয়া শব্দ বিজ্ঞানের অন্যতম একটি আলোচ্য বিষয়। ১৮৪২ সালে অস্ট্রিয়ার পদার্থবিদ ডপলার এ সূত্র প্রদান করেন।
ডপলার ক্রিয়ার প্রয়োগ বা ব্যবহার (Application of Doppler effect)
১. তাড়িতচৌম্বক তরঙ্গের ডপলার ক্রিয়া জ্যোতির্বিজ্ঞানে ব্যবহার করা হয়।
২. রাডারের সাহায্যে যেসব বস্তু সনাক্ত করা হয় তাদের গতি নির্ণয়ের জন্য ডপলার ক্রিয়া ব্যবহার করা হয়।
৩. মানবদেহের রক্ত প্রবাহের দ্রুতি নির্ণয়ে ডপলার ক্রিয়া ব্যবহার করা হয়।
৪. রক্ত কণিকায় ইমেজিং এ ডপলার ক্রিয়া ব্যবহার করা হয়।
ডপলার ক্রিয়ার সীমাবদ্ধতা (Limitations of Doppler Effect)
- তরঙ্গের উৎসের গতিবেগ তরঙ্গের গতিবেগ অপেক্ষা অবশ্যই কম হতে হবে। তা না হলে ডপলার ক্রিয়া সংঘটিত হবে না।
- পর্যবেক্ষকের গতিবেগ তরঙ্গের গতিবেগ অপেক্ষা কম হতে হবে।
- শব্দের উৎস ও পর্যবেক্ষক উভয়ে স্থির থাকলে ডপলার ক্রিয়া পর্যবেক্ষণ করা যায় না। তাদের গতিবেগ সমান হলেও ডপলার ক্রিয়া হয় না।