ঘূর্ণন চলন গতি কাকে বলে? সমবেগে চলমান কণার ত্বরণ শূন্য কেন? ব্যাখ্যা করো।

যখন কোনো বস্তুর একই সাথে চলন গতি ও ঘূর্ণন গতি উভয়ই থাকে তখন তার গতিকে ঘূর্ণন চলন গতি বলে। অর্থাৎ, এ ক্ষেত্রে দুটি গতি থাকে। এ গতিকে জটিল গতি বা মিশ্র গতিও বলা হয়। ড্রিল মেশিনের গতি, চলমান বাসের চাকার গতি, গরুর গাড়ির চাকার গতি, সাইকেলের চাকার গতি প্রভৃতি ঘূর্ণন চলন গতির উদাহরণ।

 

সমবেগে চলমান কণার ত্বরণ শূন্য কেন? ব্যাখ্যা করো।

যদি কোনো কণার গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে অর্থাৎ কণা যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুর বেগকে সমবেগ বা সুষম বেগ বলে। আবার বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ ত্বরণ হয় অসম বেগের ক্ষেত্রে, কারণ অসম বেগের ক্ষেত্রে বেগের পরিবর্তন ঘটে কিন্তু সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন ঘটে না। তাই এ ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না। এ কারণেই সমবেগে চলমান কণার ত্বরণ শূন্য কেন।