অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? অ্যাভোগাড্রো সংখ্যার ব্যবহার

 

 

 

 

 

 

 

কোন বস্তুর এক মোল পরিমাণে যত সংখ্যক অণু থাকে, সেই সংখ্যাকে অ্যাভোগ্যাড্রো সংখ্যা বলে। একে N দ্বারা প্রকাশ করা হয়। এর মান হচ্ছে 6.023×10^23।

অ্যাভোগাড্রো সংখ্যার ব্যবহার
কোনো দ্বিপরমাণুক মৌল বা যৌগের আণবিক ভর হতে একটি অণুর ভর নির্ণয় করতে অ্যাভোগাড্রো সংখ্যা ব্যবহার করা হয়। এছাড়া কোনো মৌলের পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে সংশ্লিষ্ট মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করা হয়।