প্রশ্ন-২৩. প্রসঙ্গ বিন্দু কাকে বলে?
উত্তর : প্রসঙ্গ কাঠামোর অন্তর্গত যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ বিন্দু বলে।
প্রশ্ন-২৪. কম্পটন তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে?
উত্তর : কোনো ফোটন একটি স্থির ইলেকট্রনকে আঘাত করার পর যদি সমকোণে বিক্ষিপ্ত হয়, তবে এর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনকে কম্পটন তরঙ্গদৈর্ঘ্য বলে।
প্রশ্ন-২৫. কাল দীর্ঘায়ন কাকে বলে?
উত্তর : কোনো পর্যবেক্ষক তার সাপেক্ষে স্থির কোনো ঘটনা যে সময় ধরে ঘটতে দেখবে, ঘটনাকে পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল হলে সে তা অধিক সময় ধরে ঘটতে দেখবে। এ ঘটনাকে কাল দীর্ঘায়ন বলে।
একীভূত ক্ষেত্র তত্ত্ব কী?
উত্তর : চারটি মৌলিক বলকে একই তত্ত্বের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় একীভূত ক্ষেত্র তত্ত্ব (Unified field theory)।
ফোটন কাকে বলে?
উত্তরঃ কোন বস্তু থেকে আলো বা কোনো শক্তির নিঃসরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। আলো তথা যে কোনো বিকিরণ গুচ্ছ গুচ্ছ আকারে প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয়। আলোর এই কোয়ান্টাম বা প্যাকেটকে ফোটন বলে।
কোনো ঘড়ির নিশ্চল অবস্থায় সময়ের পাঠ এবং পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সময়ের পাঠের তুলনা কর।
উত্তর : কাল দীর্ঘায়ন অনুসারে কাল বা সময়ের পরিমাণ পর্যবেক্ষক ও যা পর্যবেক্ষণ করা হচ্ছে তার আপেক্ষিক গতি দ্বারা প্রভাবিত। যে ঘড়ি কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল সেই ঘড়ি যদি গতিশীল না হয়ে নিশ্চল থাকতো তাহলে যে সময় দেয় তার চেয়ে গতিশীল অবস্থায় কম সময় দেবে।
গ্যালিলীয় রূপান্তর আপেক্ষিক তত্ত্বে গ্রহণযোগ্য নয়- মাইকেলসন-মর্লির পরীক্ষার আলোকে ব্যাখ্যা কর।
উত্তর : মাইকেলসন-মর্লির পরীক্ষায় ব্যতিচার নকশায় অপসারণ ব্যতিচার রেখায় বিস্তৃতির 25 ভাগের এক ভাগ যা মাইকেলসনের সূক্ষ্ম যন্ত্রে মাপা সম্ভব হয়। এই অপসারণের পরিমাণ এতই সামান্য যে, তাকে নগণ্য ধরা যায়। অর্থাৎ মাইকেলসনের মতে ব্যতিচার রেখাগুলোর কোনো অপসারণ হয়নি। এটি হতে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, স্থিতিশীল ইথার প্রকল্পের ফলাফল ভুল অর্থাৎ পৃথিবী ও ইথারের মধ্যে কেনো আপেক্ষিক বেগ নেই। এই পরীক্ষাটি পৃথিবীর গভীরে, উপরে, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে, এমনকি লেজার রশ্মি ব্যবহার করেও একই ফলাফল পাওয়া যায়। ফলে ইথার প্রবাহ তত্ত্বটি ভুল প্রমাণিত হয়েছে।
এই সমস্ত ফলাফল বিশ্লেষণ করে আইনস্টাইন তাঁর দ্বিতীয় স্বীকার্যে বলেছিলেন, শূন্য স্থানে আলোর বেগ বিশ্বজনীনভাবে ধ্রুব, এটি উৎস বা পর্যবেক্ষণ বা মাধ্যমের গতির ওপর নির্ভর করেনা। কিন্তু গ্যালিলিয়ান রূপান্তর অনুসারে পরীক্ষায় প্রাপ্ত শূন্যস্থানে আলোর বেগের মান, উৎস অথবা পর্যবেক্ষণ বা মাধ্যমের গতির ওপর নির্ভর করে। এ কারণেই গ্যালিলীয় রূপান্তর আপেক্ষিক তত্ত্বে গ্রহণযোগ্য নয়।