বিক্রিয়ার হার কাকে বলে? বিক্রিয়ার হারের একক কি?

 

 

 

 

 

 

একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার গতিবেগ বা হার বলে। যে বিক্রিয়া অল্প সময়ে সংঘটিত হয় সে বিক্রিয়ার গতিবেগ বা হার বেশি, আবার যে বিক্রিয়া অনেক বেশি সময়ে সংঘটিত হয় সে বিক্রিয়ার গতিবেগ বা হার কম। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সময়ের সাথে সম্মুখ বিক্রিয়ার হার কমতে থাকে ও বিপরীত বিক্রিয়ার হার বাড়তে থাকে।

বিক্রিয়ার হারের একক হলো মোল-লিটার-১সময়-১ (mol-

 

 

 

 

L−1s−1)।