ঘূর্ণন গতি কাকে বলে? ঘূর্ণন গতি কত প্রকার ও কি কি? What is Circular Motion?

 

 

 

 

 

 

 

ঘূর্ণন গতি হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমদূরত্ব বজায় রেখে চলমান বস্তুর গতি। যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি (Circular Motion) বলে। এটি এক বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। যেমন, বৈদ্যুতিক পাখার গতিঘড়ির কাঁটার গতি ইত্যাদি ঘূর্ণন গতির উদাহরণ।

ঘূর্ণন গতি দুই প্রকার, যথা-

(১) সম-ঘুর্ণন গতি (Uniform Circular Motion)

(২) অসম-ঘুর্ণন গতি (Non-Uniform Circular Motion)

সময়ের সাথে বস্তুর ঘূর্ণন গতির কোন পরিবর্তন না হলে বস্তুর ঐ ঘূর্ণন গতিকে সম-ঘূর্ণন গতি এবং সময়ের সাথে বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তন হলে বস্তুর ঐ ঘূর্ণন গতিকে অসম-ঘূর্ণন গতি বলে। যখন কোন বস্তু একটি অক্ষের চারিদিকে ঘোরে, তখন ঐ অক্ষকে ঘূর্ণন অক্ষ (Axis of rotation) বলে।

এ সম্পর্কিত কিছু প্রশ্নঃ–

 

  • ঘূর্ণন গতির অপর নাম কি?
  • উত্তর : ঘূর্ণন গতির অপর নাম কৌণিক গতি (angular motion)।
  • ঘূর্ণন গতি ও পর্যাবৃত্ত গতির পার্থক্য কি?
  • ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি– ব্যাখ্যা কর।
  • ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে?
  • সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি নয়– ব্যাখ্যা করো।
  • ঘূর্ণন গতির বৈশিষ্ট্য।