যে পদ দ্বারা বিশেষ্য বা অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশেষণ পদ বলে।
বিশেষণ পদের প্রকারভেদ
বিশেষণ পদ পাঁচ প্রকার। যথাঃ
(ক) বিশেষ্যের বিশেষণ,
(খ) বিশেষণের বিশেষণ,
(গ) সর্বনামের বিশেষণ,
(ঘ) অব্যয়ের বিশেষণ ও
বিশেষ্যের বিশেষণ : যে পদ বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। যেমন- ভাল মানুষ, লাল ফুল ইত্যাদি।
বিশেষণের বিশেষণ : যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন- কাঁঠালটি খুব মিষ্টি।
সর্বনামের বিশেষণ : যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদকে বিশেষিত করে তাকে সর্বনামের বিশেষণ বলে। যেমন- তিনি সুখি, সে পরিশ্রমী।
ক্রিয়া বিশেষণ : যে বিশেষণ পদ ক্রিয়ার গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন- তাড়াতাড়ি খাও, ধীরে চল ইত্যাদি।
অব্যয়ের বিশেষণ : যে বিশেষণ পদ কোনো অব্যয় পদকে বিশেষভাবে প্রকাশ করে তাকে অব্যয়ের বিশেষণ বলে। যেমন- এ জামাটা প্রায় তোমার জামার মতো।