ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কাকে বলে? – What is Open Source Operating System?

 

 

 

 

 

 

 

 

 

 

যে সকল অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমত পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার করে ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে, তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম (Open Source Operating System) বলে।

উদাহরণ : Linux (Ubuntu, Debian, Redhat, Fedora, SUSE etc.), OpenSolaries, FreeBSD, NetBSD, OpenBSD, ReactOS, Haiku, GNU, HURD, eCos, Darwin, Oberon, Plan 9 ইত্যাদি।