অক্সিন কি? অক্সিনের কাজ ও বৈশিষ্ট্য

 

 

 

 

 

 

 

 

 

অক্সিন হলো উদ্ভিদের বৃদ্ধি সহায়ক একটি হরমোন। এটি শাখা কলমে মূল গজাতে ও ফলের অকালে ঝড়ে পড়া রোধে সহায়তা করে। এছাড়া এটি বীজের অঙ্কুরোদ্গমের জন্য আগাছা দমনেও ব্যবহার করা হয়।

অক্সিনের বৈশিষ্ট্য
১. এটি মূল ও কাণ্ডের শীর্ষ ভাগে উৎপন্ন হয়।
২. প্রধানত কোষ প্রসারণে সহায়তা করে।