ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য কি?
Share
1 Min Read
ভৌত পরিবর্তন
- যে পরিবর্তনের ফলে শুধুমাত্র বস্তু বা পদার্থের অবস্থার বা আকার-আকৃতির পরিবর্তন হয় কিন্তু নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন– তাপ প্রয়োগের ফলে তরল পানি বাষ্পে পরিণত হওয়া ভৌত পরিবর্তনের উদাহরণ।
- বস্তুর ভৌত ধর্মের পরিবর্তন হয়।
- বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয় না।
- বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না।
- ভৌত পরিবর্তন অস্থায়ী। সাধারণ পরিবর্তনের কারণ (যেমন, তাপ ও চাপ) সরিয়ে নিলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে।
- তাপশক্তির শোষণ বা উদগিরণ ঘটতে পারে, নাও ঘটতে পারে।
রাসায়নিক পরিবর্তন
- যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু বা পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন– লোহায় মরিচা পড়া রাসায়নিক পরিবর্তনের উদাহরণ।
- বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়।
- বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ন নতুন অণুর সৃষ্টি হয়।
- রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়।
- এ পরিবর্তন স্থায়ী। বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না।
- তাপশক্তির শোষণ বা উদগিরণ অবশ্যই ঘটবে।