ফসফরাস কি? ফসফরাসের ব্যবহার – What is Phosphorus?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রতীক: P
পারমাণবিক ভর: ৩০.৯৭৩৭৬২ u
পারমাণবিক সংখ্যা: ১৫
ইলেকট্রনের গঠন: 1s22s22p63s23p3
আবিষ্কর্তা: হেনিখ ব্র্যান্ড
রাসায়নিক সিরিজগুলি: অধাতু, নাইট্রোজেন শ্রেণী, তৃতীয় পর্যায়ের মৌল

ফসফরাস (Phosphorus) একটি রাসায়নিক মৌল, এর প্রতীক P এবং পারমাণবিক সংখ্যা ১৫। ইলেকট্রন বিন্যাস 2, 8, 5। ফসফরাস নাইট্রোজেনের ন্যায় গ্রুপ V মৌল। এটি তৃতীয় পর্যায়ে অবস্থিত এটি একটি অধাতু। এর যোজনী 3 ও 5। সক্রিয় হওয়ায় একে মৌলরূপে প্রকৃতিতে পাওয়া যায় না। যৌগরূপে, বিশেষ করে ফসফেট হিসেবে এটি প্রকৃতিতে বিদ্যমান। ফসফেট খনিজের বিজারণ হতে ফসফরাস মৌল তৈরি করা যায়। ফসফরাস একটি বহুরূপী মৌল। এর দুইটি প্রধান রূপভেদ আছে : সাদা ফসফরাস ও লাল ফসফরাস। শেষোক্তটি সুস্থিত।ফসফরাসের ব্যবহার
ফসফরাস দিয়াশলাই শিল্পে, ইঁদুর মারার বিষ তৈরিতে, আগুনে বোমা এবং যুদ্ধের সময় ধূম্রজাল তৈরিতে ব্যবহৃত হয়। ৮০% ফসফরাস ফসফরিক এসিড তৈরিতে ব্যবহার করা হয়, যার অধিকাংশ ফসফেট সার তৈরিতে ব্যবহৃত হয়। এ ছাড়া বিভিন্ন কীটনাশক তৈরিতে এবং ফসফরাসের বিভিন্ন যৌগ তৈরিতে ফসফরাস ব্যবহৃত হয়।