নিষ্ক্রিয় গ্যাসকে অভিজাত গ্যাস বলা হয় কেন?

 

 

 

 

 

 

 

পর্যায় সারণীর গ্রুপ-১৮ তে অবস্থিত হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন, রেডন এই ৬টি গ্যাসকে একত্রে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।

 

 

 

 

হিলিয়াম ব্যতীত অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলির বহিঃস্থ শক্তিস্তরে অষ্টক পূর্ণ থাকে। এজন্যে নিষ্ক্রিয় গ্যাসগুলি অন্য কোন মৌলের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।

অর্থাৎ এরা স্বাধীনভাবে অবস্থান করে। নিষ্ক্রয় গ্যাসগুলির ধর্ম অন্য মৌল থেকে পৃথক হওয়ায় এদের অভিজাত গ্যাস বলা হয়।