আনইনস্টল এবং ডিলিটের মধ্যে পার্থক্য কি? (What is difference between Uninstall and Delete?)
আনইনস্টল এবং ডিলিটের মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো–
আনইনস্টল (Uninstall)
- সফটওয়্যার আনইনস্টলেশন হচ্ছে কোনো কার্যপোযোগী সফটওয়্যারকে কম্পিউটার থেকে বাদ দেওয়া।
- একটি সফটওয়্যার আনইনস্টল করা হলে প্রোগ্রাম ফোল্ডারে কপিকৃত ফাইল মুছে যায়।
- সফটওয়্যার আন ইনস্টলেশন করলে রেজিস্ট্রি এডিট থেকে DLL ফাইল মুছে যায় না।
- সফটওয়্যার আনইনস্টলেশন করলে Start Menu থেকে মুছে যায়।
ডিলিট (Delete)
- ডিলিট হচ্ছে কোনো সফটওয়্যারকে মুছে ফেলা।
- ডিলিট করলে শুধু নির্দিষ্ট ফোল্ডারের ফাইল গুলো মুছে যায়
- ডিলিট করলে রেজিস্ট্রি এডিট থেকে DLL ফাইল মুছে যায়।
- ডিলিট করলে Start Menu থেকে মুছে যায়।