ডিলিট কি? আনইনস্টল এবং ডিলিটের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

আনইনস্টল এবং ডিলিটের মধ্যে পার্থক্য কি? (What is difference between Uninstall and Delete?)

আনইনস্টল এবং ডিলিটের মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো–

আনইনস্টল (Uninstall)

  • সফটওয়্যার আনইনস্টলেশন হচ্ছে কোনো কার্যপোযোগী সফটওয়্যারকে কম্পিউটার থেকে বাদ দেওয়া।
  • একটি সফটওয়্যার আনইনস্টল করা হলে প্রোগ্রাম ফোল্ডারে কপিকৃত ফাইল মুছে যায়।
  • সফটওয়্যার আন ইনস্টলেশন করলে রেজিস্ট্রি এডিট থেকে DLL ফাইল মুছে যায় না।
  • সফটওয়্যার আনইনস্টলেশন করলে Start Menu থেকে মুছে যায়।

 

ডিলিট (Delete)

  • ডিলিট হচ্ছে কোনো সফটওয়্যারকে মুছে ফেলা।
  • ডিলিট করলে শুধু নির্দিষ্ট ফোল্ডারের ফাইল গুলো মুছে যায়
  • ডিলিট করলে রেজিস্ট্রি এডিট থেকে DLL ফাইল মুছে যায়।
  • ডিলিট করলে Start Menu থেকে মুছে যায়।