মানুষ সকল কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না কেন? ব্যাখ্যা করো।

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তর : বস্তুর কম্পনের ফলে বিভিন্ন কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয়। কিন্তু মানুষ সকল কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না। মানুষের ক্ষেত্রে এই শ্রাব্যতার পাল্লা 20Hz থেকে 20,000Hz এর মধ্যে। ফলে শব্দের কম্পাঙ্ক 20Hz থেকে কম 20,000Hz এর বেশি হলে মানুষ সৃষ্ট শব্দটি শুনতে পায় না।