টাইটানিয়াম কি? টাইটানিয়াম এর ধর্ম ও ব্যবহার – What is Titanium?

 

 

 

 

 

 

 

 

 

 

 

টাইটানিয়াম (Titanium) একটি মৌলিক রাসায়নিক পদার্থ যার প্রতীক Ti এবং পারমাণবিক সংখ্যা ২২। এর আপেক্ষিক পারমাণবিক ভর ৪৮। এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে, চতুর্থ গ্রুপে অবস্থিত। এটি রূপালি রঙের, নিম্ন ঘনত্বের এবং শক্তিশালী অবস্থান্তর ধাতু।

টাইটেনিয়ামের ধর্ম
টাইটেনিয়াম এর ধর্ম নিম্নরূপ–

  • টাইটেনিয়াম ইস্পাত-ধূসর বর্ণের ধাতু।
  • এটি পাতলা, নমনীয়, উচ্চ টেনসাইল শক্তি ও নিম্ন সম্প্রসারণাংক বিশিষ্ট ধাতু।
  • একটি বিশুদ্ধ অবস্থায় অত্যন্ত শক্ত, এমনকি লৌহ অপেক্ষা শক্ত।
  • এর আপেক্ষিক গুরুত্ব 4.9।
  • সাধারণ তাপমাত্রায় এসিড বা ক্ষার দ্বারা আক্রান্ত হয় না।
  • এটি অনেক মৌলের সাথে যুক্ত হয় দ্বিযোজী যৌগ গঠন করে।

টাইটেনিয়ামের ব্যবহার
টাইটেনিয়ামের ব্যবহার নিম্নরূপ–

  • টাইটেনিয়াম এসিড বা ক্ষার দ্বারা আক্রান্ত হয় না বলে জাহাজের প্রপেলার তৈরিতে ব্যবহার করা হয়।
  • টাইটানিয়াম অক্সাইড (TiO₂) টেলিভিশন ও রেডিও এর ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি করতে ব্যবহার করা হয়।
  • TiO₂ প্রসাধনী সামগ্রী তৈরীর কারখানায় ও সাদা রং প্রস্তুত করতে ব্যবহার করা হয়।